বিসর্জনে যদি সুখ পেতো মন
তবে কেন এত দেরি, এত কাল ক্ষেপন
বিলাসী এই হৃদয় যদি বলে কয়ে চায়
সব ভুলে যাই তবে হই নিরুপায়।

প্রশ্নে বিচলিত হই আছে কি অর্জন
থাকিলে দেয়ার কিছু তবে তো বর্জন
ঘোলাটে কাচে ঘেরা বর্ণিল প্রজাপতি
তবে চাইলে কি দেয়া যায় অনিষ্টরে ইতি।

ছটফট করে দেহ মিছে ভাবের তরে
এ ধারা চলছে যুগ হতে যুগান্তরে
ক্লান্ত হয়ে অবসরে দিলাম ইতি টেনে
ধারী না তো কোন কিছু চলি না তো মেনে।

মনের পশুকে করি কেমনে যতন
দ্বিপদী হয়েও চলি  পশুর মতন
আজ সকলে শপে দিয়ে প্রাণ মন
মনের পশুকে করি এখনি বর্জন।