ভর দুপুরে ডুব পুকুরে
  কলসি কোমরে এসো
পাকা ঘাটে খালি পায়ে
    হাঁটু ভেঙ্গে বসো।

      ঐ দূর পাড়ে
      গুল্মের ধারে
উদোম গায়ে বসে আছি
  চোখ বাঁকিয়ে দেখো।

      কলসি ঠেলে
     পানা সরিয়ে
জল ভরছো গলগলিয়ে
   একটু কাছে এসো।

   উত্তর পাড়ের তেঁতুল গাছে
     দোলে বাঁকা তেঁতুল
   চাইলে বধূ এনে দেব
    সাথে দেবো বেতুল।

   জানি তুমি রসিক বধূ
        প্রেমে ভরপুর
আমার ডালে ঢিল মেরেছ
     নির্জন এই দুপুর।

   দাবদাহে বদন জলে
   দাওনা পানির ঝাপটা
ভেবে দেখ জলের তলে
   নেইতো পাজি সাপটা

আঁতকে উঠে ভয় পেয়েছ
     চিন্তা কেন করো
কাছে এলাম তাকিয়ে আমি
   লাজে যে তুমি মরো ।