তুমি অনিন্দ্য সুন্দরী
হঠাৎ দেখা এক উর্বশী চাঁদ
আলোর মিছিলে ঝলসে উঠা
কূল নাচানো ঢেউয়ের উচ্ছ্বাস।
তুমি ষোড়শীর বুকের উত্তাল তরঙ্গ
তীর ছোড়া গতির অবাক দৃষ্টি
তুমি ফুটে থাকা পুষ্পের আবেগ জড়ানো
বিধাতার এক অপরুপ সৃষ্টি।
তুমি শিশির ভেজানো ভোরের সবুজ
ভাললাগা মনের অকাল বিধুর
সূর্যালোকের লালে লুকানো মুখ তুমি
যৌবন তরঙ্গে তুমি চলো সুদূর ।
চপলা-হরিণী চলার ছন্দ তুমি
নিশীথের নীরদে তুমি রাঙ্গা বিন্দু
জড়ায়েছো তুমি ইন্দ্রজালের বাঁধনে
গড়েছো ভালোবাসার অমর সিন্ধু।