আমাকে ফাগুন দেখালে কেন ?
কি আসে যায় তাতে
যেখানে মৃদু সমীরনে দোল খায় প্রাণ
যেখানে নিত্য খেলা করে ঘোর অভিমান
যেখানে নীড়ে ফেরার তাড়া নেই কোন
ডাহুকের বিচরণ যেথায় ভয় শুণ্য।
আমাকে শ্রাবণ দেখালে কেন?
কি আসে যায় তাতে
যেথায় হাঁটু জলে চলে জীবনের ঘড়ি
আশা গুলো তল পায় না
ভেজা জলে ভারী যেথায় প্রিয়ার অম্বরী,
যেথায় চোখের জলে কাজল ভাসায় আমার অপ্সরী।
আমাকে পৌষ দেখালে কেন?
কি আসে যায় তাতে
যেখানে স্বল্প বসনে মলিন বদনে
গা উৎরিয়ে হয় ঘৃণার লাভার উদগীরণ
যেথায় মানুষের ছায়ায় দানবের বাস
উচ্চকিত শয়তানের প্রাণের যেথায় বিচ্ছুরণ।