মনের ভেতরে বোবা আর্তনাদ
অন্ধকারের পথ সুদীর্ঘ কঠিন
এই অমানিশায় কে দেবে আলো
দেখাবে পথ কাটবে দুর্দিন।
পাড়ি দিতে হবে জানি তবু
সীমাহীন এই দুর্ভোগের রাত
আগামীর সূর্যটা পাবো বলে জানি
বাড়ায়ে দিয়েছি শূন্য এ দু'হাত।
আমার আকাশটা কি হবে মেঘ হীন
আলোর বিচ্ছুরণ এর হাতছানি
সুবাতাস বহিবে চোখের পলকে
সুখ পাখি আসিবে ধরায় নামি।
মরে যাওয়া ফুলে ভ্রমরেরা গুঞ্জরে
বসন্তের ঘ্রাণটা ধরা দেবে বুঝি
এই গেলো সেই এলো, এলো বলে
সহসা তোমাতে তাই অমরত্ব খুঁজি।