জীবন যদি গড়তে না পারিস
           তবে
    ভাঙ্গিস কেন মন
এই কালেতে মরবি রে তুই
    গুনে নিস দিন ক্ষণ।

কপাল টা তোর ভালো বলে,
          যায়
চলে যায় দিন হেলায় ফেলায়,
  এমনি করে কাটাস না  দিন
হারিয়ে যাবি এই অবেলায়।

সন্ধ্যা যখন ধরায় নামে
          তুই,
ভাবিস বসে  কোন ভাবনায়
মরিচীকার পানে ছুটতে গিয়ে
হারাস না তুই দূ:খ যাতনায়।

আঁধার পথে মশাল নিয়ে
            মন,
  যদি চলিস অকাতরে
তোর ভাবনা আসতে পারে
কল্যাণ আর পরোপকারে।

জগত ভুলে নীতির মূলে
           চল,
চলরে জোয়ান জোরসে চল
এথায় সেথায় না ঘুরে আজ
ন্যায়ের মিছিলে নামাও ঢল।