আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে
ভেজা মাটি ভেদ করে
ফুটে উঠেছে যে পত্র যুগল
অদম্য শক্তি আর অবিচল লক্ষ্যে
পারিবে সে কি আর সহিতে।
কুড়ি থেকে চারা
চারা থেকে কৈশোরে
যৌবন পেরিয়ে অন্তর্ধান
পোঁছাবে কি স্বপ্ন,
অনিশ্চিত সম্ভাবনায়।
কোন এক দুঃস্বপ্নের কালো ছায়া
আকাশটা অন্ধকার করে
স্বপ্ন গুলো মলিন করে রাখে,
বন খেকোদের নগ্ন কুড়ালে
নিয়ত শান দেয়-
দেশ প্রেম রূপী লেবাস ধারী রা
হয়তোবা রাজনৈতিক ছত্র ছায়ায়।