অজানায়
ভাবনার আড়ালে বেড়ে উঠা স্বপ্নটা
অকারণে মাথা চাড়া দিয়ে উঠলো
কোন এক আজাগতিক সুখ স্বপ্নে
বিভোর অশান্ত এই মনটা আমার
কাল্পনিক স্বপ্ন গুলোর কী,
হয়তোবা নেই কোন বাস্তব ভবিষ্যত।
ঘুমের ঘোরে বা অঘোরে
ঘুরে বেড়ানো কাল্পনিক স্বপ্ন গুলো
হঠাৎ লাস্যময়ী হয়ে উঠে,
অদৃশ্য মায়াবী হাতে কাছে টেনে নেয়,
ঝিরঝির সুখ সিঞ্চনে
আপ্লুত ও মোহিত করে ।
ক্ষণিকে হারিয়ে যায় বিভোর এই মন,
ডানা মেলা আবাবিল হয়ে
উড়ে যাই শূন্য হতে আরো পরে ।