সময়ের বিশাল মাঠ জুড়ে
লেগে আছে ইতিহাসের দীর্ঘচুমো।
কাজল আর সাহসের কাদায়-
পুঁতে রাখা বীজ
সময়ের বুকে আজ প্রস্ফুটিত।
আহা!
এখন কেউ ছড়ায় সুবাস
আর কেউ ছড়ায় বিষ ।