স্বর্গ থেকেই ভালোবাসি তাই
তর্জনীতে পরালে গন্ধমের আংটি
আজও বেজে চলেছে দুটি কানে
আগুন আর মাটির মধুর সানাই।
সেতো শপথ নিয়েই এসেছে
তোমার শাড়িতে দিবে আগুন
আমি চেটে চেটে খাবো
কলংকের দীর্ঘ দুটি গাল।
চোখের তলে আগুনের নদী
ভিতরে বহে স্বর্গের জল
টোপা পানার মত গা-ঘেষে
ভাসে কুমারী যৌবন গুলো।
জন্ম থেকেই ভিতরে কেউ
লিখছেন ফরমায়েসি কবিতা
তোমার আর আমার নামে,
আমরা দাঁড়িয়ে আছি দুজন
পাহাড়ের চুড়ায় তারামুখি হয়ে
স্বর্গ আর নরকের মুখোমুখি।