কেবল তুমিই পারো
এ কে এম আব্দুল্লাহ
বসন্তের দীর্ঘ ঠোঁট চুমে একদিন
তোমার কন্ঠে উদিত হলো ‘কবুলের চাঁদ’
আমার স্বপ্নের আকাশে।
ভাবনার জমিন হলো সিক্ত
উর্বর হলো জীবন আদি রসে
তোমার আলোয় আমার আঙ্গিনা হলো পুর্ণ।
লাউগাছের উর্বর নতুন ডগার মত
প্যাচিয়ে ধরলে আমার জীবনবৃক্ষ শাখা-প্রশাখা
ফলবতী হবার আকাংখ্যায়
আজ প্রস্ফুটিত আমার সংসার মাচা ;
জীবনের ঠোঁটে এখন তুমিই সুখের নির্যাস।
ফ্যকাসে এই জীবন ব্যলকনিতে
স্বপ্নের বাঁকে বাঁকে
কেবল তুমিই পারো
ফোটাতে ভালোবাসার কোমল ফুল।