অ্যাসপারস ক্যাসিনোতে বসে যখন দরদাম করি আয়ুর— তখন আমার পূর্বপুরুষেরা মাথা পুড়ে চার্কোলের বাকেটে। আর লুকিং গ্লাসের ভেতর— ‘ভবিষ্যৎ’ কুড়ায় চাঁদের ভাঙা টুকরো।
এরপর— ডিস্ট্রিকটলাইনের আ’ল ধরে শেষ হলে রাত ; রেডিয়েশনের গ্যালারিতে বসে দেখি— বিগত ফ্যাশন’শো।