জাতীয় সিলিং থেকে নিভে গেলে দৈনিক বাল্ব ; আঁধার তরঙ্গের ভাঁজে ঢেকে যায় পৃথিবীর উজ্জ্বল দেহ। ঘরে ঘরে খোলে যায় চোখের ঢাকনা। আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে,হাবিল-কাবিল আত্মা।
আমরা আবেগবান হই। আর আমাদের চুলায় রান্না হয় ; ছোটো-বড়ো মতবাদ।আমরা স্বেদ্ধ মতবাদগুলো হামুস-সস মাখিয়ে খাই। আর আমরা রাজনীতিবীদদের মতো আন্দোলিত হই।লেমন'টির কাপে লাফিয়ে ওঠে আমাদের লকলকে জিভ। আর তার গায়ে আমরা এঁটে দিই পান-জর্দার স্ট্যটাস।
এরপর আমরা সুইট-সাওয়ার ঢেঁকুর তুলি আর জাতীয় ও আন্তর্জাতিকময় হই। আমরা ভুলে যাই শিশিরের নেশা। আমরা ভুলে যাই স্বপ্নের কথা। আর আমাদের আফটার-ইট পিরিচ
থেকে কেউ তুলে নেয়, আমাদের এক ছিলকা স্বপ্ন আর এক ছিলিম আয়ু।
১৬/০২/২০১৭