আমি ঘুমাই ফুটপাতে— বারান্দায়— স্ট্যাশনে। দেহের ভেতর প্রবাহিত রক্ত— মাঝেমধ্যে হয়ে ওঠে যুবক। কদাচিৎ ঝাপটা মারে মুখে শতাব্দীর দীর্ঘ কামুক বাতাস। হৃদয় হয়ে উঠে ভাবুক এবং তোমাদের মত মাংসভোজী—
ইচ্ছে হয় শকুনের মত খাবলে খাই— যুবতী সময়ের কোমল বুক। আহা! মানিকমিয়া অ্যাভিন্যু’র লম্পট বাতাস— কেড়ে নেয় সব শৌখিন ভাবনা।
এরপর,পৃথিবী জুড়ে নামে সন্ধ্যা। আমি শূন্য হাতে হাঁটি গুলশান— বারিধারা— মিন্টোরোড অভিমুখে। নিয়তির মারপ্যাচে, তোমরা হও মগ্ন ইয়াবা কিংবা ভায়াগ্রার—
আর আমি দুমুঠো অন্নের…