জান্নাত থেকে নেমে এলো যে মাটির পুতুল
সে ভুলে গেলো ফিরে যাবার পথ
এখন,কোস্টায় বসে জীবনপেয়ালায়
পান করে হটচকলেটের বুদবুদ।
বহুযুগ কেটে গেলো ঘুমে
যে ঘুমের ভিতর ভাঙলো পর্বত, নূহার তান্নুর
ফেটে গেলো আকাশের বিশাল দুয়ার
সে এখন ভাসমান খড়ের মতো -
ঘুরপাক খায় কুইয়ারা জলকুণ্ডলীর ভিতর।
ক্ষত-বিক্ষত অদৃশ্য ভাবনা
ফ্রেমের মতো ঝুলে আছে দেয়ালে,দ্বিধান্বিত।
নি:স্বজীবন সীমান্তে-এখন চেয়ে থাকে মুখপানে
মায়ার পাঁজর ছিঁড়ে অবশেষে পরাজিত সৈনিক।