...এবং রাতের আকাশ খোলে দিলে বুকের বোতাম ; জমিনে নেমে আসে দুধবৃষ্টি। সেই দুধবৃষ্টিতে স্নান করতে করতে আমারা ভাবুক হয়ে উঠি। আর ভাবুক মনে কবিতা লিখি : তোমার ফিনফিনে ছায়া থেকে যখন নেমে আসে 'ছায়া' ; প্রতিরক্ষা বাঁধের উপর গড়ে ওঠে এক অন্যরকম শরণার্থী শিবির।
সারারাত ভেতর থেকে শোনা যায় কোকিলের কান্না।