দৃশ্যের ওপাশে— ঘুমন্ত চেতনায় হাত গুলো সেঁকে, উষ্ণতা খোঁজে। বিশেষণের ডানায় ডানায় ঝুলে থাকে মানবতা।আর আমরা মানববন্ধন করি— আমরা মানবিক হই। আমাদের দীর্ঘশ্বাসের দেহ— আগুনে পুড়ে। ভাবনারা বিধবা হয়। সাঁওতালপাড়া পুড়ে। নাসিরনগর কাঁদে। আমরা 'মগ'ইতিহাস পড়ি। আর অপেক্ষা করি ঘুমের ভেতর কেউ ঢেলে দিক— এক ইতিহাস আগুন।
আমরা দর্শক গ্যালারিতে দাঁড়িয়ে দেখি—ধার্মিক,বণিক আর দস্যুর ধামাইল।বুকের জমিন কুঁড়ে কুঁড়ে— ফিলিস্তিন, রঙ্গুন নিয়ে কেউ লিখে যায় গান।অথচ,নাগরিক মার্জিন মন্তব্যহীন।পয়ার,পৃষ্টা জুড়ে কেবল রক্ত— রক্ত— রক্ত।শিশু রক্ত।যুবক রক্ত।মায়ের রক্ত।বাবার রক্ত।আবেগের চোখ ভেঙে ঝরে মানুষের রক্ত।আর এভাবে অভ্যস্ত হতে হতে— একদিন আত্মার মৃত্যু হয়।
এখন— ধূসর দেহে জড়িয়ে গ্যেসোলিনের মখমল চাদর ; আমরা পুড়ি।পুড়তে ভালবাসি।