তারপর—
টুপুর-টাপুর বৃষ্টিতে ভিজে বেরিয়ে আসবে কিরণমালা।আমরা বুকের কাপড় ছেঁড়ে— আবার আগুনের অক্ষরে লেখব ‘মনে বড় জ্বালারে'...
আহা ! আপাতত চাকু হাতে গ্রিনরুমে অপেক্ষায় থাকুক জুলেখারা।
এখন আসুন আমরা ফেইসবুকে সূরা ইউসুফ পাঠ করি।আর চরিত্রবান হই। আর বাণিজ্যফটকের পাহারাদার হই। সেলফির ফাঁকফোকর ভেঙে মানবতার পিঠ দেখতে দেখতে আমাদের চামড়ায় ভাঁজ পড়ুক।আমাদের চামড়া ঝুলে যাক।
আমরা রাতের ফাঁকে আমদানি করে চাঙারিভর্তি যৌনশক্তি— বৃদ্ধ হতে হতে ফিরে পাব অবৈধ যৌবন।
এরপর সময়ের মধ্যাহ্ন ভেঙে দাঁড়াব মানিক মিয়া অ্যাভিন্যু'র বিবস্ত্র বুকে।আর ‘বসট্রেড’ চশমা পরে— ভুলে যাব পেছনের গল্প।
০৯/০৪/২০২০