আর চৌ-রাস্তার মোড়ে দেইনা বাওনা
এককোপে কাটা ছাগল ছানার মাথা আর    
রক্তমাখা শিশু মোরগের তরতাজা কলিজা।  

আজকাল চৌ-রাস্তার মোড়ে হয় উৎসব।  
উৎসব হয় আত্মার।প্রদর্শিত হয় ব্যেরল বোমা।  
সাধু কেনভেসার বিক্রী করে মৃত্যুবড়ি বেদনাহীন।
আশেপাশে গড়ে উঠেছে বিবেকের আড়ত
মানবতাব্যপারী ঐক্য সম্মেলন কেন্দ্র।  

ট্যেকনলজির সুবাদে ফকই
সওদা করে মঙ্গল গ্রহের জমিন এখান থেকেই  
‘হলি-ইস্টেইট এজেন্ট’এ বসে।        

আর আমি বাবার লাগানো হিজলগাছ কেটে
বানাই ভাবনাযান ; ভিতরে ভর্তি করি  
খান্দানী খাইছলত।
সঙ্গে ভরেছি কিছু নরম ফুসফুসও।
হয়ত একদিন ওখানেও হবে উর্বর
ক্লাস্টার প্লাস্টার কিংবা কার্টার।  
    
সারিবদ্ধ পিঁপড়ার মতন ভাবনার ছুটোছুটি।    
সহাস্যে করে তিরষ্কার
বেতের ঝুড়িতে জমা প্রতিশ্রোতির বাণী।


২৬/৬/২০১৬