খোঁপায় গেঁথে কলম যে মেয়েটি ছুটে চলেছে কমলাপুর রেলস্টেশনের দিকে— সে কি চাইতে পারে জিহ্বার অধিকার— যে জিহ্বার জলে ঘাই মারে মফস্বলের দাওয়ায় বসে থাকা পিতার স্বপ্ন—
দিদিগো শোনো—
আমাদের ট্রেন চলে বড় হেলেদুলে
আমাদের বুকে ওঠে আকাশি যিকির
ব্যাকপেক-এ বড় হয় বিদ্যাসাগর
এসো অন্ধকারে করি আয়ুর ফিকির
১৩/১০/২০১৯