চিকনা সেই মেয়েটা
জেদি বড় বেশ,
প্রভাবের চোখগুলো
কাটে নাতো রেশ।
উঠ পাখি পা দুটি
চলে ঢং ঢং,
সুন্দরী তোতাপাখি
শালিকের রং।
অতীতের ডানী নাকি
হাত দুটি তার,
মাথামোটা হতো যদি
তবু ছিল সার।
দারুণ এক আবয়বে
রূপহীন যেন,
হিসেব মিলেনা তবু
ভালবাসি কেন?