আজকে শিশু কালকে যখন
হব অনেক বড়,
নিজের মত চলতে হবে
বলবেনা কেউ পড়।
আজকের এই সময় যদি
কাজে লাগে খুব,
আমার মত হতে সবাই
করবে জানি লোভ।
দায়িত্ব যত আছে আমার
পালন যদি করি,
সফলতা আসবে তাতে
ভাসবে স্বপ্নতরী।
পড়ার সময় যদি পড়ি
খেলার সময় খেলি,
আমার মত সফল মানুষ
দেখবে না চোখ মেলি।
বাবা মায়ের মানব কথা
এই করিলাম পণ,
শ্রদ্ধা করব সব বড়দের
ভাঙব নাকো মন।
ভাল কোন কাজে কবু
পাব নাকো লাজ,
সকল কাজের কাজি হব
শপথ নিলাম আজ।