পাপ কাজে মজে থাকা
মূমীনের দিল সব,
রমজান আগমনে
ক্ষমা চায় স্মরে রব।
রাত ভর তারাবিহ
সাহরিতে ভরপুর,
মোনাজাতে মোনাজাতে
শেষ রাতে তোলে সুর।
ফজরের ডাকাডাকি
খাওয়া দাওয়া করে শেষ,
নামাজের পরপর
আর্জিটা করে পেশ।
এরপর বিশ্রাম
নিরবতা নেমে যায়
ফের উঠে মূমীনের
ঈমানটা শোভা পায়।
ঈমানের তেজ ভেদে
যোহরটা চলে যায়,
আছরের অক্ত এলে
ঈমানটা বেড়ে যায়।
খেজুর, পনীয় আর
বহুজাত খাবারে,
ইফতার রেডি হয়
সামর্থ্যে যা পারে।
ফের আসে তারাবিহ
মুসলিম জড়ো হয়,
ক্ষমা পাবে সকলে
দিলে যেন নেই ভয়।
১৬-এপ্রিল-২০২২
সিলেট।