আসছে বয়ে বাতাস জুড়ে
পুষ্পি সুবাস আজ,
পুষ্পকলি ফোটে দেখো
নিচ্ছে কানন সাজ।
রেনুয় বসে মৌমাছি সব
তুলছে দেখো মধু,
মৌমাছিরা মৌ চাকিয়ে
দেখায় ভীষণ জাদু।
প্রজাপতি ফুল বাগে সব
আসে উড়ে উড়ে,
বসে থাকে তারা এসে
ফুলের রেণু জুড়ে।
পিপীলিকা দেখে এসব
ঈর্ষা লাগে বেশ,
সবাই মিলে ফুলে উঠে
মধু করবে শেষ।
কোথায় থেকে ছোট্টপাখি
বসে এসে ডালে,
মৌমাছির সব চিন্তা করে
কীযে আছে ভালে?
নভেম্বর ২০১০