প্রিয় কবিতা!
তোমাকে খুঁজেছি দীর্ঘ বত্রিশটি বছর,
পেয়ে যাব-পেয়ে যাব বলেও পাইনি তোমায়।
এতো দীর্ঘ অপেক্ষার পর পাওয়া তোমাকে
সে বলেছে কবিতা কানন,
তোমার পাপড়ির সৌরভে নাকি
হবে শান্ত হৃদয় মনন।
তার কথা আমি বিশ্বাস করেছি
বিশ্বাস করেছি নিজেকেও!
এটাই ছিল করনীয় কাজ
তাই বলে বেড়ায় বিবেকেও।
ওহে কবিতা কানন
তুমি সৌরভ ছড়াও
কাছাকাছি থেকে
কাঠিও নড়াও!
অমর হও তুমি মরেও।