ভাতের অভাব নেই তো দেশে
উপোস থেকে বেড়ায় হেসে
এমন দেশ আর পাবে কোথায়
বিনিয়োগের নেই তো খাত।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
টাকা পয়সার দাম কমেছে,
ঝামেলা সব এক জমেছে।
ওজনেতে চলবে টাকা
যাবে নাতো কারো জাত।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
ঘি'য়ের দামে তেল বেচা হয়,
ক্রেতার যেন নেই কোন ভয়,
পিয়াজ কাকু অনেক আগে
হাল ছেড়েছে থাকতে পাত।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
নিত্য যত পণ্য আছে,
গরীব দূঃখী সবার কাছে,
স্বপ্ন হয়ে ঘুরছে যেন
কেনার মত নেই তো খাত।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
সব মালামাল দ্বিগুণ দ্বিগুণ
বাজার যেন ধরছে আগুন,
মধ্যবিত্ত নিম্নবিত্তের
পড়ছে যেন পেটে লাত।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
কাল গিয়েছি করতে বাজার
কিনতে কিছু পণ্য সাজার,
ভাঁজ পড়েছে কপাল আমার
দোকানদারের শুনে বাত।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
কাপড় কিবা শাড়ি কিন,
রাতে কিবা হোক না দিন,
সব খানেতে রাজ চলে তার
টাকাই এখন হয়েছে জাত।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
জিম্মি সবাই টাকার কাছে
আমার মত, অনেক আছে!
যাদের কোন নেই সামর্থ্য
উপুড় কিংবা হয়ে কাৎ।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?
রঙ মেখেছি, ডং দেখেছি
প্রতিশ্রুতি খুব শুনেছি
পাথর দিলে আর সহেনা
এখন থেকে দেব সাথ।
দেশে মানুষ বলছে এখন
সবার কেন মাথায় হাত?