জাগো ওরে বীর- উঁচু করে শির
------তরবারি নাও হাতে,
হিমালয় তীরে- জালিমদের ঘিরে
------নিঃশেষ করো প্রাতে।
রাজকুঁট পরে- সত্যের তরে
------বিলাও যদি তব জান,
বেগবান হয়ে- সত্যের ভয়ে
------হবে পরাজয় শয়তান।
গমন করো ওরে বীর- কাফেরদের তরে চালাও তীর
------পিছিয়ে যেওনা কখনো তুমি,
মজলুম আজ অসহায়- সত্যের তরে হও সহায়
------উদ্ধার করো যুদ্ধের মাঠে নামি।