তোমার হাসি পুঁজি করে
আমার মনও হাসছিলো,
আনন্দের ঐ জোয়ার যেন
চোখের জলে ভাসছিলো।
অপলক অই দৃষ্টি তোমার
আমায় দেখে নাচছিলো,
পারিনি তো দিতে সময়
আমার কিছু কাজছিলো।
তোমার আসায় শহরটাও
আপন সাজে সাজছিলো,
মুখ ফুটিয়ে বলতে গিয়ে
লজ্জা যেন পাচ্ছিলো।
লাজুক লাজুক মুখের হাসি
গালের উপর ভাঁজছিলো,
দৃষ্টি কাড়া চুলের খোপা
মাথায় যেন তাজছিলো।
আনন্দের ঐ জোয়ার যেন
চোখের জলে ভাসছিলো,
তোমার হাসি পুঁজি করে
আমার মনও হাসছিলো।