যোগ্য যারা চাকরি পাবে
এটা তো মূল নীতি,
অধিকারের কথা বলে
রাতে কেন ভীতি?

আজব দেশের ছাত্র মোরা
আজব মোদের চাওয়া,
নিরাপদে চলতে পারি?
এটা ছিল পাওয়া।

হকের কথা বলতে গেলে
ধরে টুটি টিপে,
পাওনা গুলো না পেয়েও
পড়ে আছি দ্বীপে।

অধিকারের কথা বলে
যখন বেরোই পথে,
তার গরজে তখন আরেক
মিলে মোদের মতে।

স্বার্থপর এই দুনিয়াটায়
সবাই স্বার্থ ভোগী,
আমরা হলাম ভাঙালি ভাই
তাই নাকি হুজুগী।

ন্যায্য কোন দাবি যদি
একজনও সে করে,
মেনে নেওয়ার যুক্তি রাখে
বিবেচনার পরে।

এতো কিছুর পরও যদি
পাই না অধিকার,
একাত্তরের হাতিয়ার নাও
হঠাও স্বৈরাচার।