বৃষ্টি স্নাত বিকেল ছিলো আজ
মেঘাচ্ছন্ন এক দুপুর পরে
সকালের মুখে রৌদ্রের হাসি
ঘুমিয়ে গিয়েছিলো নোঙর ফেলে।

হৃদয় ভাঙা ক্ষনে প্রকৃতির খেলা
ঝুম বৃষ্টিরা মেলে ছিলো মেলা
শংবরিত অক্ষি আকাশ পানে চায়
বৃষ্টির ছোয়ায় জত কষ্ট ধুতে চায়।

তীরবেগে তটে অছরায় ঢেউ
ভাঙ্গা জন্ত্রনা শোনে নাহি কেউ,
ক্ষন্ডিত সত্তা ক্ষতবিক্ষত মন
অগ্নির তরে আজি করে সমর্পন,
চাহে খুজিতে আশ্যয় কূল
হাতরায় তির সাতরায় ব্যাকুল।

বেদনার তব বন্দি শিখরে
খড় কুটো যত ধরিছে আকড়ে
এলোকেশি ঢেউ দূরে ঠেলে দেয়
সম্বল যা ছিলো তা সব কেড়ে নেয়।

ভালোবাসা সে তো অমর অকূল
কখনও সখি কখনও প্রতিকূল
ভালোবাসা নদী ভাসিয়ে দুকূল
পলি পরে তটে ফোটে নব ফুল।

ঘুড়ে দাড়ানোর নামই মানুষ
পিছিয়ে পারেনা থাকতে
কাল চলে গেলেও এই অনুভূতি
চায় তারা আকড়ে রাথতে।

২১-১০-১৩