শুভ্র শ্যামল সবুজ ছায়ায়
বায়ুসখা প্রভাতে ওঠে
নির্মল সকল পুস্প পল্লব
তারই সাথি হয়ে ফোটে।
নতুন দিন যাত্রা করে
নতুন অঙ্গিকারে
নব এ প্রাণ চিৎকার করে
অধিকার ব্যাক্ত করে।
কৃষকের মাঠে সোনা দোল খায়
উচ্ছাসে নাচে প্রাণ
নদীর বুকে মাঝিরা আজও
গায় ভাটিয়ালি গান।
আকাশ বাতাস চন্দ্র সূর্য
স্নেহ ভরে এদেশ দ্যাখে
নদী নালা খাল এ মাটিকে তারা
বুকেতে আগলে রাখে।
পল্লি বধুর নকশী কাথায়
স্বপ্ন বুনে ওঠে
স্বপ্নীল মন বার বার ফিরে
আসে ও স্বপ্নীল তটে।
এমাটির তরে ষড় ঋতু
আজ গায়যে প্রেমের গান
উজারি এমন ভালোবাসা তারে
করছি সম্প্রদান।
বাংলা মায়ের
কোমল হাসিতে
মন শিহরিত হয়
এ হাসির দ্বারা
সকল কস্ট
করব আমরা জয়।


২৯-০৩-০৮