নারী মূর্তির সৌন্দর্য তুমি
অজস্র নক্ষএের অসীম প্রহরে
অমবশ্যার গহীন অন্ধকারের মাঝেও
ধরনীতে বিচ্ছুরিত হয় মায়াবি আলোর চ্ছটা
শীতের কুয়াশার চাদর ফুরিয়ে তা ছড়িয়ে পরে
অনেক দূরে অন্ধকারে পথহারা
কোন যুবার সম্মুখে ।
অন্ধকারের গহিনে সে হারিয়েছে
তবু আধার তাকে ধরে রাখতে পারেনি
মায়াবী দ্যুতির পেছনে তার অবিরাম ছুটে চলা ;
পথ রুদ্ধ করে দাড়িয়েছে-
বহু সাগর , বহু বীর যোদ্ধা-
শকুনেরা ডানা ঝাপটে তাকে সংকেত দিয়েছে
পেঁচার ডাকে ভীত সন্ত্রস্ত সে ,
কেঁপে উঠেছে তবু থেমে থাকেনি-
কি এক আশ্চর্য বীদির্ণ প্রেষনার মোহে
এগিয়ে চলেছে সে সব বাধা ক্ষুন্ন করে ।
কাছে এসে তবু দুরে চলে যায়
জোড়ালো হয় তাকে পাবার নেশা ,
পেয়েছে কি সে ? পাবে কি কখনও ?
কবে বন্ধ হবে তার পরিশ্রান্ত পথচলা............