সৈয়দ সাইফুল ইসলাম, ১৯৮৪ সালের ৫ই সেপ্টেম্বর ঢাকায় জন্ম গ্রহণ করেন। ১৯৯৯ সাল থেকে লেখার হাতে-খরি। ২০০৭ সালে মাত্র ২৩ বছর বয়সে “সুরুযা” নামে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। পাঠক নন্দিত এই উপন্যাসের মাঝে তিনি অদম্য একজন নারীর কথা তুলে ধরেছেন যার মেধা, সাহস, যোদ্ধাশ্পৃহা সবাইকেই অনুপ্রাণিত করে। এরপর ২০০৯ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস “প্রতিজ্ঞা” মুক্তিযুদ্ধ ভিত্তিক এই উপন্যাস পাঠকের মাঝে আলোড়ন সৃষ্টি করে এবং এজন্য তিনি অনেক প্রশংসিতও হন।২০১২ সালে “স্বাধিনতা ও বাংলাদেশ” নামক একটি প্রামাণ্যচিত্র তৈরী করেন যার উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল সকল কিছুর ভেদাভেদ ভুলে দেশকে ভালবাসতে তরুণদের অনুপ্রানিত করা।
আলোচনাটি ৬৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১০/১০/২০১৪, ০৮:০৭ মি: