ভুল বসন্ত বিপ্লব
অরুণ কারফা
মুখ থাকতেও মুখর না হয়ে
বুক থাকতেও, তা না চিতিয়ে
মূক হয়ে রয়ে গেছিলাম অন্যের পানে চে'য়ে চে'য়ে বোবার মতন।
যেমন, শুকনো পাতা ঝরার কালে
হেমন্তের কোনো বিকালে
একটা একটা করে স্বাধীনচেতা ইচ্ছাসব
স্বত্ত্বা হারিয়েও পাত্তা না দিয়ে
থাকায় নীরব,
বাস্তবের আলো থেকে অলীকের অন্ধকারে অগত্যাই সয় অবাঞ্ছিত পতন;
তেমনই প্রতিবাদহীন রাত্রিও পরিণত করে
কাঙ্খিত মানবাধিকারকে
নাগালের বাইরে থাকা অধরা স্বপন।
আসলে, ভাবের ঘোরে ভাবছিলাম সারাক্ষণ,
বসন্তের দখিনা হাওয়া খুঁচিয়ে তুললে
নাগরিকদের মধ্যে অসন্তুষ্ট মন,
নিজে থেকে শুরু হয়ে গেলে লড়াই
দরকার পড়বে না প্রতিরোধ গড়াই
আর হবে না এ নিয়ে ভাববার প্রয়োজন।