বিষ্ময়
অরুণ কারফা

যদি একটা পাখি পার হয়ে যায় একেলা
বিরাটাকৃতি গগনচুম্বী পাহাড়ের টিলা
            সাক্ষী থাকলে সেই ঘটনার
মনে হয় তাকে দুঃসাহসী।

যদি এক জোড়া ঘটায় একই ঘটনা
ভাগাভাগি করে দুঃখ যাতনা,
                তখন মনে হয় বেশ সাহসী।

আর যদি,
ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখি
একে অন্যকে রেখে সাক্ষী
নানান ভাবে মিলেজুলে নীল আকাশে তরঙ্গ তুলে
পারাপার হয় ঢেউ খেলানো শিখরমালা ,
                 তখন মনে হয় আর কিছুই নয়
এই বোধহয় জগতের
সর্বোচ্চ বিষ্ময়।