সেই পরিধানে ফিরে
অরুণ কারফা
মন্ত্রমুগ্ধ হয়ে দেখি তাকিয়ে
পশ্চিম জুড়ে লালীমা ছড়িয়ে
কীভাবে ডুবে আবার পূবে
ওঠে সেই চাদর সে গায়ে দিয়ে।
এর, হয়ত আছে সঙ্গত কারণ,
করলে অন্য বস্ত্র ধারণ
চিনতে পারতনা পূর্ব প্রেমী
যার জন্যে পুনরাগমন
পুনরায় সেই আর্জি জানিয়ে।
হয়ত আমার মানুষ মনের
অভাবী হলেও অর্থে ধনের,
এমনি করেই আসত ফিরে যে পরিধানে গিয়েছিল ছেড়ে
জানত যদি তাকে ভালবেসে কেউ রযেছে সেই স্মৃতি ঘিরে
অপেক্ষায় নীল যমুনা তীরে
মানত করে হত্যে দিয়ে ।