গরু খোঁজা
অরুণ কারফা
দুর্বার ক্ষণস্থায়ী জীবনে একবার করলাম মনস্থির
থাকব একা একা,
যৎদিন না মনের মানুষ দিচ্ছে দেখা।
শীত হল কত গত
হেমন্ত যেতে অবিরত,
তারপরেও যখন, দিগন্তের বুক চিরে নৌকার 'পর ভর করে বসন্তে খেলিয়ে ঢেউ প্রেমিকার দল এলেও ভেসে
অপ্সরার মত এলো না কেউ,
তখন, ধৈর্যচ্যূতির ইতি ঘটিয়ে কাল বৈশাখীর ভীতি জাগিয়ে
গ্রীষ্ম এলো প্রমাণ দিতে
মনের মত পৃথিবীতে, খুঁজে পাওয়া যায় না বৌ।