মেঘ বিধবা
অরুণ কারফা
মেঘ এখন আর নেই বালিকা;
নাকের ডগায় কেটে ফেলায়
তাল তমাল অশথ্ব শাল
আম জাম পেয়ারা কাঁঠাল
দেখতে দেখতে বয়স বেড়ে এত বেশি হয়ে গেছে যে
কালো চুল পেকে সাদা হওয়ায়
বিলাপ করছে বিধবার সাজে।
কেউ হয়ত বলবে দেখে,
বাল্যবিবাহ কীভাবে করে বাল্যবিধবা
এইটুকু দেখে কেউ যদি শেখে ;
বিদ্বজন কিন্তু বলে বিলক্ষণ
না করলে বৃক্ষ রোপন
না ফিরিয়ে দিলে আভরণ
শুভ্র বসনে আবৃত মেঘ
করবে না সুখের অশ্রু বর্ষন।