চেতনার হদিশ
অরুণ কারফা
23.03.2023

ক্ষণিকের ভুলের কথা বলি;

           টানা বুকের বাঁ দিক ঘেঁষে
ডানা ছাড়াই ভেসে এসে ,
... তুলিহীন টানে আঙুল দিয়ে সুরের ছোঁয়া আলতো বুলিয়ে ...
     হারিয়ে যাওয়া দিন গুলোর যে ছবি এঁকে
চলে গেছিল অনেক দূরে অচিনপুরে    অশ্রুত ভাষায় অস্ফুটে ডেকে,,

-তাকে তো বলিনি সাদরে বসতে
মনের কোণে আসন পেতে।

           তেমনই আবার অচেতনে মাঝরাত্তিরে এসে মনে
... শুনিয়ে ছিল যে আনকোড়া ধুনে  এমন বন্দিশ যা শুনে
      তৎক্ষণাৎ মন হল সচেতন ..

        তার সাথে না সময় দিতে
        আপ্যায়ন করে উন্মুক্ত চিতে
আজও পাইনি হদিশ খুঁজে।