নদী ছাড়া ঢেউ
অরুণ কারফা
শয়নে হলেও গভীর স্বপনে
দেখিনি কখনো বন্ধ নয়নে,
অনন্ত পথ পাড়ি দিয়ে
বসন্তে চেপে ফুলেল রথে :
দুই পাড় ছাড়া জলভরা নদী বইছে যেন পাশে নেই কেউ ;
অথবা তটিনীর উপস্থিতি ছাড়া
তরঙ্গে তরঙ্গে উত্তাল করা আশা জাগানো মনকাড়া ঢেউ;
তাই, বসে আছি এখন অপেক্ষায়
যদি কখনো ঘোর সন্ধ্যায়
পূব আকাশে দখিনা বাতাসে
ভেসে এসে, ভালবেসে ভুলেও দেখা দিয়ে সার্থক করে কেউ।
প্রশ্ন জাগে তবু হৃদয়ে
না দিলে চিত্ত নিয়ে বিনিময়ে ,
আছড়ে পড়া পাড় ছাড়া তিরে
নদী ছাড়া ঢেউ,
উঠবে কি সে ফেনিল হয়ে, চমক জাগিয়ে সফেদ আদৌ?