প্রতিবাদী ঢেউ
অরুণ কারফা
গর্জে উঠেছে বাংলাদেশ হয়ত ছিল পূর্বেও রেশ
আষাঢ়ে কালো মেঘের মতন..
গ্রীষ্ম কালের জমা হওয়া ক্ষোভ
প্রতিবাদে প্রতিরোধের বিক্ষোভ
সব কিছু যেন স্বতঃপ্রণোদিত,
তাই, মিঠে মিঠে বুলি, প্রতিশ্রুতির ঝুলি
বোঝা যাচ্ছে আজ করবেনা কাজ,
কারণ, প্রতিশ্রুতি এর'ম দিয়েও কত না রাখায় তা সময় মত
জনমানসে জন্মেছে যে অবিশ্বাসের ক্ষত
তার প্রতিকার তখনই সম্ভব
যখন দুপক্ষ হবে আলোচনারত।