হতে চেয়েছিলাম অন্ধকার
অরুণ কারফা

তাকে কাছে পেয়ে
সভ্যতার প্রসার দেখতে
হতে চেয়েছিলাম অন্ধকার.....
      ......... কৃষ্ণঘন নিকষ কালো শুষছে মহাকাশের আলো
           এমনই তরল সরল আঁধার।

       আসলে দেখে ফেলেছিলাম কয়েকটা আবছা তারা,
                    নিভু নিভু হয়েও জ্বলে উঠৈ যারা
সচেষ্ট হয়েছিল কিছু করে দেখাতে পথভোলাদের জন্য,
               আর তা দেখে মনে হয়েছিল তাই,
কোনোদিন যদি - তার-সাক্ষাৎ পাই
         সেও হবে তমার কোলে তাদেরই মত প্রাণবন্ত শান্ত
         আপাত দৃষ্টিতে দেখতে ঘুমন্ত
      সদাজাগ্রত কন্যা রূপকথার।

অন্ধকারে উজ্জ্বল হয়ে
পাঁচ জনের মধ্যে বিরল রয়ে
                        মানবিক বাণী দিগন্তে ছড়িয়ে
দৃষ্টান্ত রাখে যে প্রতিবাদী সত্বার ;

~তাই, তার পরশ পেয়ে
       আলোর পথের যাত্রী হতে
আমায় হতেই হত অন্ধকার।