মৃত বিবেক চাই একটা
অরুণ কারফা
আজকের দিনে একটা মরা বিবেকের
ভীষণ প্রয়োজন:
প্রতিবাদে মুখর হয়ে
খরস্রোতা নদী বেয়ে প্রাণহীন লাশ ভাসলে ঢেউয়ে
দিতে হতনা কানে হাত ,
ভাবতাম এ এক বিচ্ছিন্ন ঘটনা, কখনো সখনো ঘটে নেহাত।
হেসে উঠে খিলখিলিয়ে অভুক্ত পেটেটা দেখিয়ে করে উঠলে উপহাস,
বন্ধ করতে হতনা চোখ, ভাবতাম কেন করব শোক,
পাপ যে করেছে শাস্তি হোক।
পচা অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে ভ্রুক্ষেপ হীন ভেসেই চললে
ভাবতাম চেয়ে দেখব না ওদিকে
তার চেয়ে থাক বন্ধ নাক
প্রয়োজনও নেই অবাক হবার
এসব নিয়ে ভাবুক সে , প্রাণ দিয়েছে সন্তান যার।
তবে হ্যাঁ সর্বোপরি, চুরি করে ভুরি ভুরি, খেলতে খেলতে ঝুড়ি ঝুড়ি সত্যের সঙ্গে লুকোচুরি,
একদিন শেষ হলে চাতুরী
দেখতে হত শেষ পর্যন্ত খতম হত বাহাদুরী।