অন্ধকারে দেখা
অরুণ কারফা
একঝাঁক পাখির মতন উড়ে গেল সব আলো পৃথিবীর অন্য প্রান্তে
আর, তীর্থের কাকের মত আমি একান্তে ,
বসে রইলাম হাপিত্যেশ করে, যদি একফালি জ্যোৎস্না ঝোরে
আশার বাণী শোনাতে পারে
উঠতি বয়সী তরুণ তরুণীদের একটু আঁধার চিড়ে।
কিন্তু না, শুক্লা পক্ষের মত কৃষ্ণ পক্ষও ঝুপ করে ঝরে পড়ে স্মৃতির বহরকে করে অম্লান,
মনে করিয়ে দিল,
ত্যাগ স্বীকার করে মানুষ সাম্যবাদকে পেয়েও কীভাবে স্বেচ্ছায় আবার দেয় বলিদান।
আর, এসব দেখার জন্য
আলোর দরকার হয় না সামান্য
অন্ধকারেও জ্বলজ্বল করে তাদের অবদান ।