একাকীত্ব
অরুণ কারফা

গম্ভীর ভাবে একা থাকে বলে,
পারতপক্ষে, ভীরু মনে হয় তাকে
        আবার, সামনা সামনি বা আড় চোখে দেখে অল্প বিস্তর সন্দেহ হয় ;
সে যে উঠলেও ঢেউ তীর বরাবর
           মাঝ সমুদ্র নিস্তব্ধ নিথর, মহাকাশের মত শান্ত রয়।

তবে, অনেক কথাই উহ্য রবে
যদি কেউ ভাবে সে নীরবে সয়ে যাবে সব অত্যাচার,
বা, মিছিলে গিয়ে পা মিলিয়ে না চেয়ে তার প্রতিকার,
                                      ছেড়ে দেবে প্রাপ্য অধিকার;
তাহলে কিন্তু ভুল হবে,
সে ভাবে সে নয় একাকী
                      আবার প্রতিযোগীও নয় জনপ্রিয়তার
কারণ, সে ভাবে যে যত জনপ্রিয় হবে, একাকীত্ব হবে তত বেশি তার।