চক্রব্যূহ
অরুণ কারফা

মন নিয়েও মন দেয়নি সে;
প্রশ্ন করলে বলে না কারণ
যা বলে শুধু বলা বারণ,
আর, সে কথা  নাকি শুনতে হলে ছলে বলে ও কৌশলে
সমানে যেতে হবে ভালবেসে
প্রণয়ের তার এমনই ধরণ ।

অগত্যা একদিন মাহেন্দ্রক্ষণে,
স্বর্গদ্বার খুলে অন্তপুরে অভিমন্যুর মত প্রবেশ করে
আজো বসে আছি অতি সাবধানে যাতে কুক্ষণে না বিদ্ধ হয়ে
অন্যের বাণে
নির্গমনের মন্ত্র করি উচ্চারণ,
আর, চাঁদের দক্ষিণ মেরুতে গিয়েও, আবার ফিরে মাটিতে এসে
করি পদার্পণ ।