নারী মুক্তির পুরোধা
অরুণ কারফা

ও ছিল উপস্থিত পর্দার আড়ালে
আমিও তো ছিলাম একই দলে;
তবু, দেখা সাক্ষাত হলোনা কখনো, যেহেতু সে গুলো
ছিল না অভিন্ন।

ওরটা ছিল সমাজের দেওয়া, যার কাছে মাথা ঝুঁকিয়ে নেওয়া
আমি মনে করি হয়েছিল এক মস্ত বড় ভুল,
হয়ত পারতপক্ষে সেই জন্যে, সেই কণ্যে
আদল না দেখাতে পারায় ছোট্ট জীবনে
সমাজ , দেখতে পেল না আজ একটা সুন্দর ঝলমলে পরীর মতো
সদ্য প্রস্ফুটিত তুলতুলে ফুল।

আর, নাই বা বললাম কথা আমার,
এত বেশি হানাহানি রেষারেষি
নারী মুক্তির জন্যে সাবাসী নেওয়া দূরে থাক,
প্রকাশ্যে মতবাদ প্রকাশ করে
চাইনি আসুক তীর গুলো উড়ে আমার দিকে ঝাঁক ঝাঁক ।