প্রত্নতাত্ত্বিক মূল্য
অরুণ কারফা
ভেবেছিলাম,
কিছু ঝরা পাতা আর শুকনো ফুল দিয়ে মালা বানিয়ে,
জরাজীর্ণ শরীর থেকে পুরনো শীর্ণ আবেগকে টেনে
বার করে এনে তাতে
পড়িয়ে দিয়ে কচি পাতা
সাজিয়ে নেব যাতে,
নব কিশলয় বুঝতে পারে
পুরনো ঘী দামে বাড়ে
আর পুরনো চাল বাড়ে ভাতে
এবং প্রত্নবস্তু নজর কাড়ে নিলাম ডাকলে ভর সভাতে।