ভবঘুরে
অরুণ কারফা
17.06.23
বৃষ্টি না হলে আষাঢ় শ্রাবণে
কেমন যে লাগে, কে না জানে,
তবুও সেই একই প্রশ্ন
বৃথাই করে হও উদ্বিগ্ন,,,
"তোমায় না পেলে কী হবে জীবনে" ।
মনে করো, করতে ক্ষতি কী...
আকাশ ভরেছে ঘন কালো মেঘে
কদমের কুঁড়ি আছে রাত জেগে
চম্পা চামেলী আধফোটা বেলী
আর বন্ধু কেয়ার কেতকী,
এরা ভাবলে এই ভোর হলে
দুই এক বা তিন পসলা নয়
ঝমঝম করে
ঝরবে অঝোরে করুণ সুরে,
কিন্তু, কোত্থেকে মাতাল হাওয়া এসে
মিছে আশ্বাসে তাকে ভালবেসে
বাদলকে উড়িয়ে নিয়ে গেল দূরে;
চাতক কি আর থাকবে না অপেক্ষায়
তেমনই করে ধৈর্য ধরে,
যেমনটি আছি আমি ভবঘুরে।