হানাহানি
অরুণ কারফা
জাল বুনেছিলাম কল্পনার....
ফুলদানীতে যেন সোনার
ভালবাসার গোলাপ গুলো
হোকনা মন যতই ভুলো
সাজিয়ে দিয়ে সন্ধ্যা বেলায়
।
।
। অপেক্ষা করব যাতে,
বাস্তবের নাগর দোলায় আসর জমে রাতে।
কিন্তু রাত হবার আগে নিশাচর যখন জাগে
ভরল আকাশ আলোর মেলায়
নৃশংস বীভৎস খেলায়
মানুষ কেমন এক জাতের দেখলাম লোভে অন্যের খাতের
বসত বাড়ি কেড়ে নিতে উজার করে ঢালছে আগুন
অসম সংঘাতে,
ভোর হবার আগেই যেন শকুন উড়ছে খ'তে।